প্রতিদিনের মত রিক্সা নিয়ে বের হয়েছিলেন মোঃ কাজল। কিন্তু দিনটি ছিল অত্যন্ত ঝুকিপূর্ণ । তবে জীবিকার তাগিদে তাকে বের হতেই হয়। পরিস্থিতি যখন ক্রমশ উত্তপ্ত হতে থাকে তখন তিনি রিক্সাসহ আন্দোলনের মাঝে পরে যান।
দুর্ভাগ্য ক্রমে তার বাম পায়ে গুলি লাগে।
বর্তমানে তিনি চিকিৎসাধীন , তবে তিনি এক অনিশ্চিত জীবন পার করছেন। তিনি কি সম্পূর্ণ সুস্থ হতে পারবেন? তার চিকিৎসার খরচ কিভাবে চলবে? সংসারের খরচ কে বহন করবে?
তার এই প্রতিকূলতার মাঝে প্রয়োজন আপনার আন্তরিক সহযোগিতা । হয়তোবা আপনার সামান্য কিছু অনুদান তার এবং তার পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্থি নিয়ে আসবে।
তার পরিবারের সাথে যোগাযোগ করতে-
মোবাইল- 01321575561(Nagad),01796596960
Reviews
There are no reviews yet.