গার্মেন্টসে কাজ করতেন, পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও চালিয়ে যেতেন। নিজে ছাত্র হয়ে, ছাত্রদের আন্দোলন দেখে বাসায় থাকতে পারেননি। বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়েছিলেন বাড্ডায়। কিন্তু সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পালটা ধাওয়ার এক পর্যায়ে গুলি এসে লাগে তার বাম পায়ে।
আজ তিনি হাসপাতালে, স্বপ্ন আর আশা নিয়ে লড়ছেন। তার স্বপ্ন যেন অঙ্কুরেই বিনষ্ট না হয়। চলুন, আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াই। আপনার সামান্য সহযোগিতাই হতে পারে তার স্বপ্নকে বাঁচিয়ে রাখার প্রদীপ।
যোগাযোগ:
- 01409504127(Bkash)
- 01997481690
একটি ছোট্ট সাহায্য, একটি বড় পরিবর্তন। আসুন, সবাই মিলে এই ছাত্র-কর্মীর পাশে দাঁড়াই।
Reviews
There are no reviews yet.