নাসির উদ্দিন-পেশায় একজন ইলেক্ট্রিসিয়ান। স্বল্প আয়েই চলে যাচ্ছিল তার সংসার। স্ত্রী সহ পরিবারে আছে ফুটফুটে দুই সন্তান।
সময়টা বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন- প্রতিদিনের মত সেদিনও নাসির কাজ শেষে বাসায় ফিরছিলেন। কিন্তু ফেরার পথে মিছিলের মাঝে পরে যান তিনি। ধাওয়া-পালটা ধাওয়ার এক পর্যায়ে বাম পায়ে গুলি বিদ্ধ হন নাসির। বরণ করতে হয় পঙ্গুত্ব। তিনি এবং তার পরিবার এক অনিশ্চিত জীবন পার করছেন।
চিকিৎসার খরচ, সন্তানদের দেখভাল, আর সংসারের যাবতীয় খরচ চালানো তার জন্য এখন শুধু দূরহই নয় প্রায় অসম্ভব। এমতাবস্তায় নাসিরের জন্য আপনার আমার সবার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া একান্ত প্রয়োজন।
তাকে সাহায্য করতে চাইলে বা তার পরিবারের সাথে সরাসরি কথা বলতে নিচের নাম্বারে যোগাযোগ করুন।
মোবাইল- 01936538117; 01926527217
Reviews
There are no reviews yet.