এইচ এস সি পরীক্ষার্থী শান্ত পল, অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা এক কিশোর। বাবা পেশায় একজন দর্জি, খুব সামান্য আয় দিয়েই চলত তার পরিবার।
বৈষম্যবিরোধী আন্দোলনে অন্যান্যদের মত শান্তও সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস নিজের অধিকার আদায় করতে গিয়ে ডান পায়ে গুলিবিদ্ধ হয়। এখন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার অসচ্ছল পরিবারের জন্য এই চিকিৎসা ব্যায়ভার বহন করা অত্যন্ত কষ্টকর।
প্রয়োজন আপনাদের সবার সাহায্য। আপনার সামান্য সহযোগিতাই পারে তার পরিবারের জন্য অনেক বড় পাওয়া। শান্ত পলকে সহযোগিতা করতে নিচের নাম্বারে যোগাযোগ করুন-
মোবাইল- 01873070876(B-kash);01629582541(Nagad)(B-kash)
Reviews
There are no reviews yet.