সাতজনের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আজ অসহায়!
সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে পণ্য ডেলিভারি করে সাতজনের সংসার চালানো এক যুবক শিমুল । ক্লান্ত শরীরে কাজ শেষে যখন বাড়ি ফিরছিল, তখনই ঘটল অঘটন। আন্দোলন চলাকালিন সময়ে নির্মম গুলি এসে লাগলো তার ডান পায়ে। স্বপ্ন ভেঙে চুরমার, আশা নিভে গেল এক নিমেষে।
আজ সে হাসপাতালের বেডে শুয়ে আছে, কিন্তু তার মনের বেদনা কে বুঝবে? চিকিৎসার খরচ, সংসারের ভার, সব মিলিয়ে দুশ্চিন্তার পাহাড় চাপছে তার বুকে। সাতজন মানুষের ভাগ্য এখন অনিশ্চয়তার দোলায় দুলছে।
এই কঠিন সময়ে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার সামান্য সহযোগিতা এই পরিবারের জন্য হতে পারে অনেক বড় পাথেয়। সোহাগের চিকিৎসা ও পুনর্বাসনে আপনার অবদান তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারে।
আসুন, সবাই মিলে সোহাগের পাশে দাঁড়াই।
যোগাযোগ: 01313858810, 01912218828
Reviews
There are no reviews yet.