সজিবের পরিবারের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক। বাবা রাজমিস্ত্রির কাজ করেন। পরিবারের হাল ধরতে সজিবও এক দোকানে কাজ নেয়। টানাপোড়নের মাঝেই চলে যাচ্ছিল তাদের জীবন।
আর এই কষ্টের জীবন আরও দুর্বিসহ হয়ে ওঠে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হবার পর।
বর্তমানে সজিব হাসপাতালে চিকিৎসাধীন। আর এই চিকিৎসা খরচ বহন করা তার পরিবারের জন্য একেবারেই দুরহ।
সজিবের চিকিৎসা খরচ চালিয়ে নেওয়ার জন্য এবং তার পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আপনার আমার সবার কর্তব্য। আসুন আমরা সজিবের পাশে দাঁড়াই।
তাকে অনুদান দিতে কিংবা সরাসরি কথা বলার জন্য নিচের নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হল।
মোবাইল- 01928899301; 01865430044
Reviews
There are no reviews yet.