single_child

অসহায়, দরিদ্র মানুষের মধ্যে মাস্তুল ফাউন্ডেশনের রমজান ফুড প্যাকেজ বিতরণ


  • Mastul Foundation
  • |
  • April 12, 2022

চাল, ডাল, তেল, মসলা সহ রমজান জুড়ে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ে তৈরি ১০০০ টাকার ত্রান অসহায়, দরিদ্র মানুষের কাছে পৌঁছে নেওয়ার উদ্যোগ নিয়েছে মাস্তুল ফাউন্ডেশন। পরিকল্পনা অনুসারে ১ম রমজান থেকে কাজ করে যাচ্ছে মাস্তুল। প্যাকেজের সকল সামগ্রী ক্রয় থেকে শুরু করে প্যাকিং পর্যন্ত সকল কাজ মাস্তুলের স্বেচ্ছাসেবী ও কর্মকর্তাগণ নিজ হাতে করেছে। 

আমাদের এই উদ্যোগে আমাদের সাথে যুক্ত হয়েছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড বিনামূল্যে টেস্ট মি-ইনস্ট্যান্ট সফট ড্রিংক পাউডার বিতরণের জন্য প্রদানের মাধ্যমে। একই সাথে আরলা ফুড যুক্ত হয়েছে পাউডার দুধের প্যাকেট প্রদাণের মাধ্যমে। উক্ত ২টি আইটেম ফুড প্যাকেজটের অনান্য দ্রব্যের সাথে যুক্ত করে প্রদান করা হচ্ছে। 

এই অসহায়, দরিদ্র মানুষগুলো মাস্তুলের কাছে থেকে ফুড প্যাকেজ পেয়ে যা বলেছেঃ

“একে গরীব তার উপর এক্সিডেন্ট কইরা পা হারায় পঙ্গু হইছি, এহন ইচ্ছা না থাকলেও ভিক্ষা কররা চলি। তার জন্য পুরো রমজান মাসের বাজার একসাথে যোগাইতে পারা তো অবিশ্বাস্য ব্যাপার।”

“গরীব মানুষ ইফতার ঠিক মত করতে পারি না। এই রোজার মাসে সব কিছুর দাম বেশি ঠিকমত সেহরি, ইফতারের ব্যবস্থা করতে পারি না। আপনেরা পুরা রমজান মাসের লেইগা প্রয়োজনীয় জিনিস দিলেন এতে যে কি উপকার হইলো তা কেমনে বুঝাই। আল্লাহ আপনাগোর কাজের বরকত দেক।”

“এই বুড়া বয়সে নিজের লেইগা কাম করতে হয়, বউ মইরা গেছে পোলাপান খোঁজ লয় না। দারেদারে ঘুরি সামর্থ্যে যতটুকু কুলায় ততটুকু কাম কইরা পেট চালাই। রোজার মাসে রোজা রাখতে কষ্ট হইয়া যায়, হইবো নাই বা কেন ঠিক মত সেহেরি আর ইফতার না খাইতে পাইলে। তয় আল্লাহর কাছে তো জবাব দিতে হইবো তাই রোজা রাখি। আজকে আপনারা আমার কষ্ট কমায় দিলেন এই বাজার পাইয়া এই একমাস আমার আর খাওন নিয়া ভাব লাগবো না।”

Other ways to donate

BANK ACCOUNT

The City Bank Ltd.

Acc Name: MASTUL Foundation

Acc No: 1401873750001

New Market Branch

SWIFT Code: CIBLBDDH

Routing Number: 225263527

BANK ACCOUNT

Brac Bank Limited

Acc Name: MASTUL Foundation

Acc No: 1547104949118001

Dhanmondi Branch

SWIFT Code: BRAKBDDH

Routing Number: 060261205

Pay Online
Donate Here

BKASH(Merchant) 01730482278

NAGAD(Payment) 01730482279

NAGAD(Send Money) 01730482277

Call us on: 01730482279

Email: mastulfoundation@gmail.com

Subscribe for Newsletter

BDT Bangladeshi taka