single_child

মাস্তুল ফাউন্ডেশনে চলমান রমজান কার্যক্রম (ইফতার ও ফুড প্যাকেজ)


  • Mastul Foundation
  • |
  • April 7, 2022

পবিত্র রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য যেমন আমাদের জীবনে অপরিসীম। এই রমজান মাস পরিপূর্ণতা পায় সেহরি ও ইফতারে। এর এই ইফতার নিয়ে মহানবী (সা.) বলেছেন, ‘রোজাদারের জন্য দুটি খুশি; একটি ইফতারের সময়, অপরটি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়।’ (মুসলিম)।

রমজান মাসে রোজা রেখে ইফতার করা যেমন সোয়াবের তেমনি রোজাদারকে ইফতার করানোর সোয়াবও কোন অংশে কম নয়। 

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, ওই রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে। তবে ওই রোজাদারের সওয়াবে কোনো কম করা হবে না।

মাস্তুল ফাউন্ডেশন প্রথম রমজান থেকে দরিদ্র ও অসহায় মানুষদের ইফতার প্রদান কার্যক্রম শুরু করেছে, যা চলমান থাকবে শেষ রমজান পর্যন্ত। মাত্র ৪০ টাকায় একজন সুবিধাবঞ্চিত মানুষের ইফতার নিশ্চিত করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন, প্রতিদিন প্রায় শতাধিক মানুষের ইফতার আয়োজন করা হচ্ছে মাস্তুল মেহমানখানায়। সুবিধাবঞ্চিত মানুষ মাস্তুলের ইফতার প্রদান কার্যক্রম নিয়ে যা বলেছেঃ

“বাসায় কাজ করে সংসার চালাই। অনান্য সময় বিকালের মধ্যে কাজ শেষ করে চলে আসা গেলেও, রমজান মাসে সম্ভব হয় না। রমজান মাসে সে বাসাগুলাতে কাজ করি ইফতার তৈরি করে দিয়ে আসতে হয়। ঐ কাজ শেষ করতে করতে একেবারে ইফতারের সময় হইয়া যায়, নিজের জন্য কিছু তৈরি করতে পারি না। গতবছরেও ইফতার দিছিলেন আপনারা এই বছরও দিতেছেন। আপনাদের ধন্যবাদ আমাদের কথা ভাবার জন্য।”

“সারাদিন রোজা রাইখা রিকশা চালাই, ইফতারের সময় হইতে হইতে ক্লান্ত হয়ে যায় শরীর। কোথায় ইফতার করমু বা ইফতারে আসলে কি খামু কখনো ঠিক থাকে না। আজকে আল্লাহ রিজিক মিলায় দিছে তোমাগো কাছে।”

“একটু আগেও জানতাম কপালে ইফতারি নাই তাই গোসল কইরা বইলাম যেন শরীর বেশি খারাপ না লাগে। আর আপনারা আইলেন। প্রথম দিনই আল্লার রহমত পাইলাম আপনাগো লেইগা। শুকরিয়া”

পবিত্র মাহে রমজান ২০২২ এ চাল, ডাল, তেল, মসলা সহ রমজান জুড়ে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ে তৈরি ১০০০ টাকার ত্রান পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে মাস্তুল ফাউন্ডেশনের। সেই অনুসারে প্রাথমিক ধাপের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রায় ২০০ পরিবারকে রমজান ফুড প্যাকেজ প্রদানের জন্য মালামাল ক্রয় করা হয়েছে। ইতিমধ্যে প্যাকেজ রেডি করা হয়েছে, খুব দ্রুতই ২০০ সুবিধাবঞ্চিত পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে প্যাকেজগুলো।

Other ways to donate

BANK ACCOUNT

The City Bank PLC

Acc Name: MASTUL Foundation

Acc No: 1401873750001

New Market Branch

SWIFT Code: CIBLBDDH

Routing Number: 225263527

BANK ACCOUNT

Islami Bank PLC

Acc Name: MASTUL Foundation

Acc No: 20502050204462112

Dhanmondi Branch

SWIFT Code: IBBLBDDH

Routing Number: 125261182

Pay Online
Donate Here

BKASH (Merchant) 01730482278

NAGAD(Payment) 01730482279

NAGAD(Send Money) 01730482277

Call us on: 01730482279

Email: mastulfoundation@gmail.com

Subscribe for Newsletter

BDT Bangladeshi taka